Rogue গ্রহ গুলো মহাবিশ্বের একটি অন্যতম অসাধারণ বস্তু তবে খুবই সচরাচর দেখা মেলে। এই গ্রহ গুলো পর্যবেক্ষণ করা খুবই কঠিন কিন্তু নতুন কিছু আবিষ্কার করার নেশায় বিজ্ঞানীরা সেই দুর্বোধ্যতা উপেক্ষা করে জয়লাভ করেছেন।
Rogue গ্রহ গুলো ভিন্ন ধরনের গ্রহ। এগুলো কোন নক্ষত্র কে কেন্দ্র করে ঘোরে না। এরা সরাসরি ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করে, এর মধ্যাকর্ষন বলের মাধ্যমে ছায়াপথ কে প্রদক্ষিণ করে। অনেক বছর ধরে একটি অদ্ভুত জিনিস বিজ্ঞানীদের বিশাল একটি সমস্যায় রূপান্তরিত হয়েছিল। এই Rogue গ্রহগুলোর যদি কোন আপন নক্ষত্র না থাকে তবে তারা সৃষ্টি কি করে হলো? তবে বাদামী বামুন তারার আবিষ্কারের পরে এই সমস্যার সমাধান মেলে যে এই বাদামী বামুন তারাগুলোর গ্রহ হল এই Rogue গ্রহ গুলো। বাদামী বামন নক্ষত্র কে ‘Failed Stars’ ও বলা হয় কারণ এই নক্ষত্রগুলোকে গ্রহ বলার জন্য অনেক বড় আবার নক্ষত্র বলার জন্য বেশ ছোট। এদের ভর কম হওয়ার ফলে এদের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন হওয়ার জন্য যতটুকু চাপ এবং তাপমাত্রা দরকার সেটি তৈরি হয় না। ফলে Protostar অবস্থায় থাকাকালীন যখন Proto-Stellar Disk এ শক ওয়েভ হয় তখন গ্রহ গুলো খুব ভালো মাত্রায় গতিশক্তি পেয়ে যায় যার ফলে সেই বাদামী বামন নক্ষত্র আর তাকে মধ্যাকর্ষণ বল দিয়ে ধরে রাখতে পারেনা।
সম্প্রতি, VLA (Very Large Array) Radio Telescope (Mexico তে অবস্থিত) দিয়ে একদল বিজ্ঞানী একটি নতুন Rogue গ্রহ আবিষ্কার করেছেন। একে প্রথম পর্যবেক্ষণ করা হয় 2016 সালে তবে তখন এটিকে বাদামী বামুন নক্ষত্র বলে ধারণা করা হয়। পরে 2018 সালে আবার নতুন করে ঘোষণা দেওয়া হয় যে এটি একটি Rogue গ্রহ।
এই নতুন আবিষ্কৃত Rogue গ্রহের নাম হলো SIMP J01365603+0933473 এবং এটি পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি বৃহস্পতি গ্রহের থেকে 12.7 গুণ বেশি বড় এবং গ্রহ আর বাদামী বামুন নক্ষত্রের মাঝে অবস্থিত। কোন মহাজাগতিক বস্তুর ভর যদি বৃহস্পতির 13 গুণ হয় তবে তার কেন্দ্রে Deuterium Nuclear Fusion হওয়া সম্ভব। তবে এই Rogue গ্রহ টি কেন্দ্রে Nuclear Reaction করার জন্য অল্প একটু হলেও ছোট। যেহেতু এই Rogue গ্রহের কোন নিজস্ব নক্ষত্র নেই সেহেতু সাধারণত এই গ্রহ গুলো অনেক ঠান্ডা এবং এদের কোন আলোর উৎস নেই। এর জন্যেও এই গ্রহগুলোতে জীবনের সন্ধান পাওয়া অসম্ভব।
নতুন আবিষ্কৃত Rogue গ্রহের একটি অন্যতম এবং অসাধারণ বৈশিষ্ট্য হল এটির পৃথিবী এবং অন্যান্য গ্রহ যেমন বৃহস্পতির মত এর Aurora আছে। Aurora অন্যান্য গ্রহ সহ পৃথিবীতে হওয়ার কারণ হল নক্ষত্র থেকে আসা Subatomic Aarticle এর সাথে যখন কোন গ্রহের চৌম্বকীয় ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া হয়। যেমন- Solar Wind। তবে Rogue গ্রহ গুলোর জন্য এই জিনিসটি হওয়া একটু হলেও অদ্ভুত। কারণ এরা কোন নক্ষত্র কে প্রদক্ষিণ করে না। যেহেতু এই নতুন আবিষ্কৃত Rogue গ্রহের চুম্বকীয় ক্ষেত্র বৃহস্পতির থেকে 200 গুণ বেশি শক্তিশালী তাই হয়তো এই গ্রহের Aurora সৃষ্টি হয় এবং এই Aurora সাধারন কোন গ্রহের Aurora থেকে অনেক শক্তিশালী।
এই গ্রহকে আরও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজ্ঞানীরা এই গ্রহ কে নিয়ে আরো বেশি পর্যবেক্ষণ করার জন্য উৎসাহী কারণ তারা মনে করছেন হয়তো এই নতুন আবিষ্কৃত Rogue গ্রহের রহস্য উদঘাটন করতে পারলে এই বাদামী বামন নক্ষত্র এবং অন্য Rogue গ্রহের অন্য কোন রহস্য উদঘাটন করতে সক্ষম হবে।
Source- https://en.m.wikipedia.org/wiki/Rogue_planet.html