অন্তরীক্ষ রহস্যময়। দিনের পর দিন বিজ্ঞানীরা কঠোর পরিশ্রমের সাহায্যে রহস্য উদঘাটনের অভিযান চালাচ্ছেন। কিন্তু যখনই আমরা ভাবি যে আমরা রহস্যের শিকড় খুঁজে পেয়েছি ঠিক তখনই আমরা সম্মুখীন হই সীমাহীন রহস্যের। আর আমরা চেইন রিঅ্যাকশনের মত একটার পর একটা রহস্যের পিছনে দৌড়াতে থাকি।

জুপিটার বা বৃহস্পতি গ্রহ
জুপিটার হল আমাদের সৌরজগতের গ্রহগুলোর একটি। যাকে আমরা বৃহস্পতি বলে চিনি। একে বলা হয় সৌরজগতের রাজা। পূর্বের গণনা অনুযায়ী বৃহস্পতির ছিল 67 টি উপগ্রহ। কিন্তু সম্প্রতি বৃহস্পতির চারদিকে আরও 12 টি নতুন উপ গ্রহের সন্ধান মেলে 17 জুলাই, 2018। এই 12 টি নতুন উপগ্রহ আবিষ্কার করেন কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্স (Carnegie Institution of Science) এর সাবেক জ্যোতির্বিজ্ঞানী Scott S.Sheppard, University of Hawaii-এর গবেষক Dave Tholen, এবং University of Northern Arizona গবেষক Chad Trujillo। প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয় Blanco- 4 মিটার টেলিস্কোপ, Cerro Tololo Inter-American Observatory (CTIO) যেটি চিলিতে অবস্থিত। পরবর্তীতে ডার্ক এনার্জি ক্যামেরা (DECam) দিয়ে তাদের অস্তিত্ব প্রমাণ করা হয়। অপরদিকে অতিরিক্ত তথ্য প্রদান করে সাহায্য করে Magellan টেলিস্কোপ গুলো। এই 12 টি নতুন উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ গণনা করেন International Astronomical Union এর Minor Planet Center (MPC) এর সাবেক বিজ্ঞানী Gareth Williams।

জুপিটারের চাঁদ
এই 12 টি উপগ্রহের angle of inclination, কক্ষপথের সময় এবং ঘূর্ণনের দিক অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম ভাগে রয়েছে তিনটি উপগ্রহ যাদের কক্ষপথের সময় এক বছরের কিছু কম, inclination angle, কক্ষপথের ব্যাসার্ধ প্রায় একি এবং তারা সবাই Prograde মানে বৃহস্পতি যেদিকে নিজের কক্ষে ঘুরছে এই তিনটি উপগ্রহ সেই দিকে ঘুরছে। তাই বিজ্ঞানীরা মনে করছেন যে এই তিনটি উপগ্রহ একটি বড় উপগ্রহের অংশ যেটি কোন ধাক্কা লাগার কারণে ভেঙে গেছে। অন্যদিকে, পরের ভাগে রয়েছে নয়টি উপগ্রহ যাদের কক্ষপথের সময় প্রায় দুই বছর, কক্ষপথের ব্যাসার্ধ, inclination angle প্রায় একি এবং তারা সবাই রেট্রোগ্রেড (Retrograde) অর্থ বৃহস্পতি যে দিকে নিজ কক্ষপথে ঘুরছে তার উল্টো দিকে ঘুরছে। তাই এবারও বিজ্ঞানীরা মনে করছেন যে এই নয়টি উপগ্রহ একটি বড় কোন উপগ্রহের অংশ।
তবে শেষেরটাই অসাধারণ। এটির কক্ষপথের ব্যাসার্ধ, inclination angle অন্য গুলোর থেকে আলাদা এবং কক্ষপথের সময় প্রায় 1.5 বছর। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর কক্ষপথ গুলো retrograde গুলোর কক্ষপথের সাথে এমনভাবে রয়েছে যে ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা এটিকে ‘oddball’ বলেছেন এবং এটির নাম দেওয়া হয়েছে ‘Valetudo’ যার অর্থ রোমান সাম্রাজ্যের সম্রাট বৃহস্পতির বংশের মেয়ে, স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নের দেবী। Valetudo-ই এখন পর্যন্ত পাওয়া বৃহস্পতির প্রদক্ষিণকারী সবচেয়ে ছোট উপগ্রহ।
এই উপগ্রহ গুলোকে আরো পর্যবেক্ষণ করা হচ্ছে Discovery Channel Telescope দিয়ে যেটি অবস্থিত Lowell Observatory, Arizona-য়, Subaru Telescope দিয়ে যেটি অবস্থিত University of Hawaii-য় এবং Gemini Telescope অবস্থিত Hawaii- তে।
তথ্যসূত্র
- https://www.technology.org/2018/07/21/twelve-new-moons-discovered-around-jupiter-and-one-of-them-is-pretty-odd/